সিলেটে প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৫০ পিএম
সিলেটে প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট: সিলেটে ৪২ লাখ ১৫ হাজার ২৪০ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ১০৮ পিস ভারতীয় শাড়ী, দুই হাজার ৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, এক হাজার ৪১৫ পিস প্রেকটিন সিরাপ, এক হাজার ৫০০ কেজি চিনি, এক হাজার ৬৮০ প্যাকেট বিড়ি, সাত হাজার ৪৪০ পিস সুপারি, ৭৫০ পিস সাবান এবং ৫৯০ কেজি বাংলাদেশি রসুন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী দুইটি নৌকাসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১৫ হাজার ২৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

Link copied!