সিলেট: সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, রোববার দুপুর সাড়ে ১১ টার দিকে সুমন ও জয়নাল কমলা ও সুপারি আনতে ভারতে যান। তখন তারা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক স্থান থেকে ভারতীয় খাসিয়ারা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে আহত হন তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার জানান, আমরাও লোকমুখে শুনেছি। আমাদের পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছিলো। তারা বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলেছেন হয়তো খাসিয়ারা গুলি করতে পারে। খাসিয়ারা মানুষ দেখলেই এমন করেই গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।
এসএস
আপনার মতামত লিখুন :