ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত

  • খুলনা ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৭:৫৬ পিএম
ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত

খুলনা: ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে খুলনায় গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর শীববাড়ি মোড়ে অনুষ্ঠিত কর্মসূচীর আয়োজক বৈষম্যবিরোধী আন্দোলন। এসময় কিছু অভিভাবকও যুক্ত হয় জমায়েতে।

শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে ছাত্রলীগ এদেশে গুম, খুন ও লাটপাট করেছে। তারা একটা সন্ত্রাসী সংগঠন। তাই এদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অসাংবিধানিক। তাই অনতিবিলম্বে এই পদ থেকে তার অপসারণ হওয়া প্রয়োজন। এটা যদি দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশে নতুন ভাবে স্বাধীন হয়েছে। যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন স্থান হতে পারে না। এখনও এদেশে আওয়ামী লীগে প্রেতাত্মারা আছে বলে রাষ্ট্রপতি এসব ভুলভাল কথা বলছেন। ফলে আগামীতে দেশ ভালোভাবে পরিচালনা করতে হলে সবকিছু নির্মূল করতে হবে।

এসএস

Link copied!