ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৪:১১ পিএম
ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব।

আবদুল্লাহ আল আমিন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। টানা দ্বিতীয় বারের মতো লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাশাপাশি তিনি দৈনিক সমকালের শুরু থেকে গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

র‍্যাব ও পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পাগলা থানায় বিস্ফোরক আইনসহ দুটি মামলা আছে। একটি মামলায় তিনি প্রধান আসামি এবং একটিতে ২২ নম্বর আসামি। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। বুধবার পাগলা থানা পুলিশ আমাদের কাছ থেকে আসামিকে আদালতে সোপর্দ করবে।

এসএস

Link copied!