চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত টিম গঠন

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৫:১১ পিএম
চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত টিম গঠন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনে কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ১০ ঘণ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে খুলনার সাথে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়।  

এ ঘটনায় পাকশি রেলওেয়ের বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে খুলনাগামী একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল ৮ টার সময় পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ৩ ঘণ্টা উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এসএস

Link copied!