বরিশাল: ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়া ও নিম্নচাপের কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে এই নির্দেশনা কার্যকর করে। বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, সতর্ক সংকেতের কারণে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও, ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবহাওয়ার অবস্থা বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, বৈরী আবহাওয়ার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে অনেক মানুষই অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না।
এসএস
আপনার মতামত লিখুন :