টঙ্গীতে গুদাম ঘরের মালামাল লুট করতে এসে ছাদ ধসে যুবক নিহত 

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ১১:৫৮ এএম
টঙ্গীতে গুদাম ঘরের মালামাল লুট করতে এসে ছাদ ধসে যুবক নিহত 

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুদাম ঘরের মালামাল লুট করতে এসে ছাদ ধসে আমিন (২২) নামে এক যুবকদের মৃত্যু হয়েছে। নিহত যুবক টঙ্গীর টিএন্ডটি এলাকায় বাস করতেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই জন গুরুত্ব আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরকুন টিএন্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিটিসিএলের ধসে যাওয়া গুদাম ঘরের দায়িত্বে থাকা আবুল কালাম জানান,আগে থেকেই ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হিসেবে নিশ্চিত করা হয়। তবে গেল কয়েক দিন যাবত ওই গুদামঘরে রাখা বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটে চলছে। এর মধ্যে শনিবার দিবাগত রাত প্রায় ১২ টার দিকে কয়েকজন ব্যক্তিকে ওই গুদামে আশপাশে এলোমেলো ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসে ছিলেন। পরে কোন এক সময়ে ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধসে পড়া ভবন থেকে মরদেহ উদ্ধার করেন।

এ দিকে রোববার (২৭ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে চলে এসেছে। এখন মরদেহটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এসআই

Link copied!