ঢাকা: সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার পলাতক আসামি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর সিপিসি দুই এর সদস্যরা।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব-৪ ও সাভার মডেল থানা পুলিশ জানায়, গত ৫ আগষ্ট সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় সেলিম মন্ডলের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হলে তাদের স্বজনেরা একাধিক মামলা দায়ের করেন। এরপরই আত্মগোপনে চলে যান আসামি সেলিম মন্ডলসহ বাকি অপরাধীরা। সবশেষ বুধবার মধ্য রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকায় অভিযান চালিয়ে সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি দুই এর সদস্যরা।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি সেলিম মন্ডলকে গেল রাতেই সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আজ সকালে সাভার মডেল থানা থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই/এসএস
আপনার মতামত লিখুন :