গাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৪:১৯ পিএম
গাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় দুইটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকেই পোশাক শ্রমিকদের এ বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। আন্দোলনরত শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ  নাইট বিল, টিফিন, হাজিরা বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও কোনাবাড়ী জরুন এলাকার ইসলাম গ্রুপ ও তুসুকা শিল্প গ্রুপের কর্তৃপক্ষ শ্রমিকদের এসব দাবি পূরণে কোন আশ্বাস দেয়নি।

এজন্য এই দুই গ্রুপের কয়েক হাজার শ্রমিকরা শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন কিন্তু কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করেছে। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে ওই দুই কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। কিন্তু কাজে যোগ না দিয়ে তারা কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। পরে খবর পেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তিনি আরও বলেন, বর্তমানে কারখানা দুটি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি পূরণে আলোচনা চলছে। আশাবাদী খুব শিগগিরই সমাধান হয়ে যাবে। 

এসএস

Link copied!