সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৪৯ পিএম
সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

সিলেট: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোছা. সমরুন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমরুন নেছা উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মৃত ইদ্রিস আলীর স্ত্রী। 

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে সাতটায় সমরুন নেছা রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভোলাগঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে আছে।  এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস 

Link copied!