গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের জেরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চক্রবর্তী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা চক্রবর্তী ও জিরানী এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
শ্রমিকের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের ২ নারী শ্রমিক রাস্তা পারাপারের সময় দুরপাল্লার বাস তাদের ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে জানাযায়, বুধবার (২০ নভেম্বর) জিরানী এলাকায় ওকো টেক্স কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বৃহস্পতিবারও সড়ক অবরোধ করেছে কারখানার শ্রমিকরা। সকাল থেকেই নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথবাহিনীর সদস্যরা।
এ দিকে এক তথ্য সূত্রে জানাগেছে, বকেয়া বেতনের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। তারাও একই এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে জড়ো হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
এসআই
আপনার মতামত লিখুন :