প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রতিষ্ঠানে মেকানিজম ডেভোলাপ না হওয়ায় শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০১:১২ পিএম
সরকারি প্রতিষ্ঠানে মেকানিজম ডেভোলাপ না হওয়ায় শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে

টাঙ্গাইল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি স্কুলের শিশুরা ঝড়ে পড়ছে অনেকগুলো কারনে। এর প্রধান কারন হচ্ছে কোভিটের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল। এছাড়া অনেকগুলো জায়গা রয়েছে যারা সরকারি চাকুরি করেন তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারী স্কুলের সময়ের সাথে তাদের মিলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে। এছাড়াও কোন কোন স্কুল রয়েছে সে গুলো নিয়মিত না চলায়, শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করে। সরকারি প্রতিষ্ঠানে এমন মেকানিজম ডেভোলাপ করেনি। এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস

Link copied!