ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০২:০৭ পিএম
ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা: ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গ্রাফিক্স কারখানার শ্রমিকরা তাদের কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, গেল রাতে কারখানা ছুটির পর ওই কারখানার একটি শ্রমিকবাহী বাস ধামরাইয়ের খাগুর্তা নামকস্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ৪ শ্রমিক মারা যায় এবং আহত হন আরও অন্তত ১৪ শ্রমিক। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত, কারখানায় একদিনের সাধারণত ছুটিসহ ৩ দফা দাবি জানিয়ে ঢাকা-ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দিতে চেষ্টা করলে শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে থাকার ঘোষণা দেয়। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ৩ দফা দাবি মেনে নেবার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এসএস

Link copied!