পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্ত্বভোগী ও খাজনা ব্যতিত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার। প্রথম দিনে ১৬ টি পণ্য নিয়ে শনিবার ( ২৩ নভেম্বর ) ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসেনর ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়।
ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। উৎপাদিত কৃষি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের স্বাদুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ।
ক্রেতা রিয়াজ মোরশেদ বলেন, ফরমালিনমুক্ত সবজি সরাসরি, এবং ন্যায্য দামে কিনতে পেরে খুব ভালো লাগছে। আমরা কলাপাড়াবাসী সংগঠন যে আয়োজন করেছে এদেরকে সাধুবাদ জানাই।
এছাড়াও ক্রেতা ময়না বেগম বলেন, কলাপাড়ায় অন্যান্য বাজারে থেকে কৃষক বাজারে খুব অল্প দামে কৃষকদের হাত থেকেই ভালো মানের সবজি কিনতে পেরেছি। এ ধারা যদি অব্যাহত থাকলে সাধারণ মানুষের কাছে এ বাজারটি গ্রহণযোগ্য হবে। এবং অন্যান্য কাঁচামালের বাজারে যে সিন্ডিকেট থাকে তাদেরকে প্রতিহত করা খুব সহজেই সম্ভব।
বিক্রেতা কৃষক নজরুল ইসলাম জানান, এই বাজারটি আমাদের আনন্দ যোগাচ্ছে কারণ আমরা খুব সহজে এখানে এসে বিক্রি করতে পারছি এবং কম দামে বিক্রি করতে পারছি, কাউকে চাঁদা দিতে হচ্ছে না এবং সরাসরি ক্রেতাদের হাতে আমরা সবজি পৌঁছে দিতে পেরে ক্রেতারা কম টাকায় কিনতে পাচ্ছে, আমরাও লাভবান হচ্ছি।
আমরা কলাপাড়াবাসী সভাপতি নজরুল ইসলাম বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও আমরা কলাপাড়াবাসীর সহযোগিতায় প্রান্তিক কৃষকদের নিয়ে আমরা শুরু করেছি কৃষক বাজার। প্রথম দিনে বিক্রেতা, ক্রেতাদের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছি। আমরা পর্যটক্রমে এ বাজারটি আরো বড় পরিসরে শুরু করব।
কলাপাড়া উপজেলা প্রশাসন মোঃ রবিউল ইসলাম বলেন, সকাল থেকেই আমি সরজমিন পরিদর্শন করেছি দেখলাম ক্রেতারা খুব তিপ্তীর সাথে বাজার করছে এবং প্রান্তিক কৃষকরা খুব কম দামে বিক্রি করতে পারছে কারণ এ বাজারে সিন্ডিকেট না থাকার কারণে কৃষকরাও কম দামে বিক্রি করতে পারছেন এবং ক্রেতারা কম দামে কিনতে পারছে, কলাপাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা কলাপাড়াবাসী সংগঠন কে বাজার অব্যাহত থাকলে পর্যায়ক্রমে আরো সহযোগিতা করা হবে।
এসআই
আপনার মতামত লিখুন :