সাভার: আশুলিয়ায় বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় ওই সড়ক দিয়ে প্রায় ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলে বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করেছে যানবাহনগুলো।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরে স্থানীয় জিন্স প্লাস কারখানার শ্রমিকরা এই সড়ক অবরোধ করে।
শিল্প পুলিশ জানায়, ওই কারখানার শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, সন্ধ্যার পর কাজ করালে ১৫ মিনিটের বিরতী, ৬ মাস চাকরি করার পর গর্ভবতী হলে ছাটাই বন্ধসহ বেশ কিছু দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিল। সবশেষ এসব বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষ গেল বৃহস্পতিবার শ্রমিকদের সাথে বৈঠক করলেও কোন সুরাহা না হওয়ায় শ্রমিকরা আজ সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে পুনরায় তাদের এসব দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করে। পরবর্তী বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিলে সড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ গিয়ে সড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়িয়ে দিলে বেলা ১১টার দিকে সড়কটি দিয়ে যানচলাচল শুরু হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে দেবার পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
এই/এসআই
আপনার মতামত লিখুন :