বরগুনা: ২০২৪ সালের জুলাই- আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বরগুনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন।
সভার শুরুতেই গণঅভ্যুত্থানে নিহতের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জন প্রদীপ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, বাংলাদেশ নৌ বাহিনী বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম।
জুলাই আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে বরগুনা জেলায় ১০ শহীদ পরিবারের মধ্যে দশ হাজার টাকা এবং ৮৭ জন আহতদেরকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
স্মরণসভায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন, জামায়েত ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ, দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর আ্যডভোকেট নূরুল আমিন, বরগুনা জেলা ছাত্র আন্দোলন সমন্বয়কারী মুহিত নিলয়, মীর নিলয়, রেজাউল করিম, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালিক সজীব, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আন্দোলনে আহত ব্রাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হান্নান মিয়া, শহীদ শাকিলের বাবা নূরুল ইসলাম সহ প্রমুখ।
এসএস
আপনার মতামত লিখুন :