ফেসবুকে যুবকের পোস্ট

‘আমার মৃত্যুর জন্য দায়ী স্ত্রী, শ্বশুর-শাশুড়ি’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৯:৫৮ পিএম
‘আমার মৃত্যুর জন্য দায়ী স্ত্রী, শ্বশুর-শাশুড়ি’

ঢাকা: বরগুনার তালতলীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষপানে আত্মহত্যা করেছেন নিয়াজ মোর্শেদ নামের এক যুবক।  সেই পোস্টে আত্মহত্যার কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মীম, শ্বশুর ফারুক গাজী, শাশুড়ি খাদিজা বেগম ও চাচা শ্বশুর মঞ্জু গাজীসহ ১০ জন আমার মৃত্যুর জন্য দায়ী।’ 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ছয় বছরের দাম্পত্য জীবনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখে শুক্রবার সকালে বিষপান করেন নিয়াজ।  পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয় নিয়াজকে। সেখানে তার মৃত্যু হলে আমতলীতে নেমে আসে শোকের ছায়া। তার দাম্পত্য জীবনের সুদীর্ঘ লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়, ২০১৮ সালে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের নান্নু মোল্লার ছেলে নিয়াজের সাথে চলাভাঙ্গা গ্রামের ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মীমের বিয়ে হয়। বিয়ের ছয় মাসের মাথায় মীমের প্রেমিক রাকিবের সাথে ঘনিষ্ট ছবি দেখতে পায় নিয়াজ। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়।

পরে প্রেমিক রাকিব নিয়াজকে জানায়, মীমের সাথে তার আগে বিয়ে হয়েছে। এর মধ্যে ওই দম্পতির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। স্থানীয়ভাবে বেশ কয়েকবার চেষ্টা করেও স্ত্রী মীমকে সুপথে আনতে পারেনি বলে ফেসবুক পোস্ট দাবি করেন নিয়াজ।

ফেসবুকে নিয়াজ লিখেন, তার তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মীম, রাকিব, বাহাদুর, প্রিন্স রাজসহ একাধিক ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। এ সকল ঘটনা মেনে নিতে না পেরে মীমকে গত ২৪ সেপ্টেম্বর তালাক দেই। তালাক নোটিশ পেয়ে ১৭ অক্টোবর স্ত্রী মীম তার বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই পুলিশ নিয়াজকে গ্রেপ্তার করেন।

নিয়াজের বাবা নান্নু মোল্লার অভিযোগ, আমতলী থানার ওসি আরিফ মামলার নথি না পেয়েই তার ছেলেকে গ্রেপ্তার করেছে। এ মামলায় নিয়াজ ছয় দিন জেল হাজতে ছিলেন। এছাড়া নিয়াজ ফেসবুকে লিখেন, ওসির সামনেই মীমের আত্মীয় প্রিন্স, জসিমসহ কয়েকজন তাকে মারধর করেছে, কিন্তু ওসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

স্ত্রীর এমন পরকীয়া ও নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার ভোররাতে নিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে তালাকপ্রাপ্ত স্ত্রী, শ্বশুর, শাশুড়ির ও তার স্বজনদের নির্যাতনের বর্ণনা স্ট্যাটাস দিয়ে বিষপান করেন। মুহুর্তের মধ্যে তার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে নিয়াজের মৃত্যুর খবর পেয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী মীম, তার বাবা ফারুক গাজী ও তাদের স্বজনরা পলাতক রয়েছেন।

নিয়াজের বাবা নান্নু মোল্লা বলেন, আমার ছেলেকে মীম, ফারুক গাজী, খাদিজা বেগম ও মঞ্জু গাজীসহ তার স্বজনরা মানসিক নির্যাতন করে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মীম একাধিক পরকীয়ার জড়ালে আমার ছেলে তাকে তালাক দেয়। ওই তালাকের পর মীম আমার ছেলের বিরুদ্ধে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলার নথি না পেয়েই আমতলী থানার ওসি আমার ছেলেকে গ্রেপ্তার করেছে। আমি এ ঘটনার সাথে জড়িত সকলে বিচার দাবি করছি।

এ বিষয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মীম ও তার বাবা ফারুক গাজীর মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

নিয়াজকে নথি না পেয়ে গ্রেপ্তার এবং তার সামনে মীমের স্বজনদের মারধরের কথা অস্বীকার করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, আদালতের আদেশ মতে তাকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়েছিল।  নিয়াজের মৃত্যুর ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

Link copied!