সাভারে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:০৫ পিএম
সাভারে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

সাভার: সাভারে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে একটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।  রোববার (১ ডিসেম্বর) দুপুরে সাভারের আমিনবাজারের চাঁনপুরের এইচএমবি ইটভাটায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে ইটভাটাটি পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ, এমন সংবাদের ভিত্তিতে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা প্রয়োজনীয় কাজগপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটায় তাদের অভিযান পরিচালনা করা হবে।

এসএস

Link copied!