বরগুনা: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের এক ধানক্ষেত থেকে অর্ধগলিত ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নে পাতাকাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, দিন দুয়েক আগে তাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, বিকেলে জনৈক কালাম নামের এক কৃষক ক্ষেতে ঘাষ কাটতে গেলে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়।
এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আঃ হালিম বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। লাশ শনাক্ত করতে ও হত্যার ঘটনা উদঘাটন করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসএস
আপনার মতামত লিখুন :