সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাজহারুল ইসলাম রাসেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে তার দুটি পা ভেঙে ফেলা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাড়িমজলিস এলাকার সোনারগাঁ আর্ট নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ব্যক্তিগত কাজে সোনারগাঁ আর্টে এসে পৌঁছালে সাংবাদিক রাসেলকে একদল যুবক টেনে বের করে রাস্তায় ফেলে তার ওপর হামলা চালায়। প্রথমে এলোপাতাড়ি রড দিয়ে রাসেলের পায়ে ও হাতে আঘাত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
আহত সাংবাদিক রাসেল বলেন, ‘মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় আমাকে সোনারগাঁও আর্ট নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে টেনে বের করে পাচানীর সন্ত্রাসী রাসেল, তার বাহিনীর জন্টু, সিলি লিমনসহ আরও অনেকে পিটিয়ে আমার দুটি পা ভেঙে দিয়েছে।’
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, এই বিষয়ে এই বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস
আপনার মতামত লিখুন :