সিরাজগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০২:২৭ পিএম
সিরাজগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে আতাউর রহমান আঙ্গুর (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে অসুস্থ অবস্থায় কারাগার থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আতাউর রহমান সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা যায়, গত ২৬ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় আতাউর রহমান গ্রেপ্তার হয়ে গত ১ নভেম্বর থেকে কারাগারে ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আতাউর রহমান হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত কারাগার থেকে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার কামরুল হুদা বলেন, আতাউর রহমান আঙ্গুর ১ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারের পর কারাগারে আসেন। শুরু থেকেই তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

মঙ্গলবার ভোর ৫টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএস

Link copied!