সাভার: সাভারে এক কুকুরের কামড়ে অন্তত ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ পথচারী বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনী এলাকার ফুটওভার ব্রীজের নিচে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনাম মেডিকেল কলেজ ও সুপার হসপিটালে নেওয়া হয়েছে।
আহতরা জানায়, ওই কুকুরটি সন্ধ্যায় প্রথমে রেডিও কলোনি এলাকায় পথচারীদের কামড় দেয়। কুকুরটি লোক দেখলেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়তে থাকে। এ পর্যন্ত প্রায় ৭০ জনকে কুকুরটি কামড় দিয়েছে বলে জানা গেছে। রেডিও কলোনি থেকে গেন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। এদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫৪ জন, এনাম মেডিকেলে ৮ জন ও বাকিরা সুপার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।
আরএফএল কোম্পানিতে কাজ করেন শহিদুল ইসলাম বলেন, 'আমি গেরুয়া থেকে আঞ্চলিক সড়ক দিয়ে সাভারের রেডিও কলোনি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে উঠি। মহাসড়কে ওঠা মাত্র একটি কালো রঙের মাঝ বয়সী কুকুর আমাকে আক্রমন করে। এসময় জ্যাকেটের ওপর দিয়ে ওই কুকুর টি কামড় দেয়। পরে আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসি।
সাভারের এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে কুকুরে কামড় দেয়া রোগী ৮/১০ এসেছেন। তাদের চিকিৎসা চলমান রয়েছে। এদের মধ্যে কয়েকজনের শরীরে কুকুরের আচড়ের দাগ রয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার জানান, রাত সাড়ে ৮ টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ৫৪ জন রোগী স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। যাদের মধ্যে অন্তত ১৫/২০ গুরুতর আহত। তাদেরকে ঢাকা মেডিকেল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এআই/এসআই
আপনার মতামত লিখুন :