বরগুনার আয়লা বাজারে গভীর রাতে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:০৬ পিএম
বরগুনার আয়লা বাজারে গভীর রাতে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনা: বরগুনা সদর উপজেলার আয়লা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে দোকান ও বসত ঘর। রাত একটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।  প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে প্রায় সোয়া কোটি টাকা ক্ষতির কথা বলা হলেও, স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার কেওড়াবুনিয়া ও আয়লা পাতাকাটা ইউনিয়নের অবস্থিত আয়লা বাজারের পূর্ব অংশে গভীর রাতে আগুন লাগে। শীতের রাত থাকায় সকলে তখন ঘুমে আচ্ছন্ন ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ১২ টি দোকানে আগুন লেগে যায়। বিশ মিনিটের আগুনে সব কিছু চোখের সামনে পুড়ে যায় দোকান ও বাসস্থান।

আগুনে ক্ষতিগ্রস্ত পোলট্রি মুরগী ও মুদি মালামাল বিক্রেতা শাহআলম মৃধা বলেন, যখন আগুন লাগে তখন তিনি ও তার পরিবার সবাই ঘুমিয়ে ছিলেন। আগুন আগুন চিৎকারে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়ে আসলে ঘরে ঢুকে আর কোন কিছু আগুন থেকে রক্ষা করতে পারেন নাই। দোকানের মধ্যে দুই শত মুরগী আর ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা ও নয় ভরি স্বর্ণালংকার সব কিছুই আগুনে পুড়ে গেছে। 

আয়লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ননী জানান, তার ঘরের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সকল ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতো। আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে। ঘরে যে ঘুমাবে সেই বালিশটি পর্যন্ত নেই। 

অগ্নিকাণ্ডের ঘটনায় সহমর্মিতা জানাতে এসে সাবেক সংসদ সদস্য ফারজানা সুমী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে সাধারণ ব্যবসায়ীরা সব কিছু হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। তারা এতবড় ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনা শুনে রাত তিনটার সময় ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে বেলা সাড়ে বারোটার সময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় জেলা প্রশাসক বলেন অগিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সকলকে এসময় সাবধানে থাকার পরামর্শ প্রদান করেন। পরে তিনি ক্ষতিগ্রস্থদের মধ্যে ৩০ কেজি চাল, নগদ ১০ হাজার করে টাকা এবং শীতবস্ত্র বিতরণ করেন।

এসএস

Link copied!