কলেজছাত্রকে ছুড়িকাঘাতে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৮:১৭ পিএম
কলেজছাত্রকে ছুড়িকাঘাতে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রুবেল রানা নামের এক কলেজছাত্রকে ছুড়িকাঘাতে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সেই সাথে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয় মানববন্ধন থেকে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে জেলার রানীশংকৈল উপজেলার মহারাজা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। আহত রুবেল ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজাহাট এলাকার আইনুল হকের ছেলে।

ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে পরিবারের স্বজন ও বক্তারা অভিযোগ করে বলেন, গেল ৪ ডিসেম্বর, ওই উপজেলা মহিলা মাদ্রাসায় আয়োজিত মাহফিল চলাকালে নারীদের উক্তত্ত্য করে কয়েকজন বখাটে যুবক। এসময় এলাকার কলেজ ছাত্র রুবেল রানা তার প্রতিবাদ করে। এরই জের ধরে সুযোগ বুঝে ঘটনার পরদিন ৫ ডিসেম্বর আরেকটি মাহফিলে তাকে ছুড়িকাঘাত করে বখাটেরা। 

পরবর্তীতে ভুক্তভোগি রুবেল থানায় অভিযোগ করলেও প্রকাশ্যে ঘুরে ফিরছে আসামিরা। অবিলম্বে রুবেল রানাকে হত্যা চেষ্টাকারীদরে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।  মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।  

এসএস

Link copied!