ইন্দুরকানীতে আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা আহত

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৪:০৭ পিএম
ইন্দুরকানীতে আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা আহত

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে আ.লীগের নেতাকর্মীরা। 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার গাবগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে উপজেলার গাবগাছিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পিরোজপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে চাড়াখালী বৈরাগী বাড়ির সামনের সড়কে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মন্নান খানের ছেলে যুবলীগ নেতা শুক্কুর খান, রফিকুল ইসলাম, সোহেল, স্থানীয় খবির হোসেনের ছেলে রিয়াজুল, আসাদুল, জাহিদুল, ইকতাদুলসহ ১০ থেকে ১২ জন লোক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত জামাল হাওলাদার পত্তাশী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।

আহত জামাল হাওলাদার জানান, হামলাকারীরা আমাকে মেরে ফেলার জন্য রামদা দিয়ে কুপিয়েছে এবং হকিস্টিক, হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে ঢাকায় আছি। আমাদের সাথে জমিজমা নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে। কে বা কারা তাকে মেরেছে আমরা জানি না। আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানের জন্য দোষারোপ করছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনাস্থল পরির্দশণ করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

Link copied!