পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:২০ পিএম
পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩’শ ফিট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ৩নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই যমুনা ফিউচারপার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিহতদের যমুনা ফিউচারপার্ক মার্কেটে মোবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬ টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ৩’শ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা পূর্বাচল ৩নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রীজে এসে পৌঁছালে আব্দুর রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই তারা মারা যান।

এসএস

Link copied!