পাথরঘাটায় লাউ চাষে সফল দুই বন্ধু

  • মাহমুদর রহমান রনি, পাথরঘাটা | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:২৮ পিএম
পাথরঘাটায় লাউ চাষে সফল দুই বন্ধু

বরগুনা: ২০১৪ সালে স্নাতক পাশের পর দীর্ঘদিন বেকার বসে ছিলেন বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া গ্রামের আবু ছালেহ ও মোঃ মনির নামের দুই বন্ধু। বেকারত্ব আর পরিবারের বোঝা হয়ে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা।  কিন্তু তারপরও হন্য হয়ে খুঁজেও কোন চাকরির দেখা পাননি এই দুই বন্ধু।

আবু ছালেহ ও মনির সব সময় চাইতেন নিজের পায়ে দাঁড়াতে। পরিবারের দায়িত্ব নিতে। কিন্তু তাদের সেই চাওয়ায় বাধা হয়ে রয়েছিলো চাকুরি নামের সোনার হরিণ।  তাই একসময় এই দুই বন্ধু ভাবলেন, চাকরির পিছনে আর ছুটবেন না তারা। গ্রামের ছেলে হওয়ায় উপার্জনের পথ হিসেবে বেঝে নিলেন কৃষি কাজকেই।

কিন্তু কৃষিকাজ করতে প্রয়োজন জমির।  সেই জমিও ছিলো না তাদের দুজনের পরিবারের। তাই অন্যের জমি বর্গা নিয়ে লাউ চাষের সিদ্ধান্ত নেন এই দুই যুবক।

সেই ভাবনা থেকেই বছরে ৩০ হাজার টাকায় এক বিঘা জমি বর্গা নিয়ে সেখানে উন্নতমানের লাউ চাষ শুরু করেন এই দুই বন্ধু। বীজ রোপণের ৪০ দিন পরেই লাউ ধরতে শুরু করে তাদের বাগানে। বাম্পার ফলন হওয়ায় বর্তমানে প্রতিদিন ১৫০ থেকে ২০০ লাউ তুলে বাজারে পাইকারি বিক্রি করছেন তারা।

মনির জানান, প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করা হয়। তাতে প্রতিবারে সব খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা তার আয় হয়। এখনো জমিতে যে পরিমাণ লাউ রয়েছে তাতে আরও প্রায় ২ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

লাউ চাষী আবু ছালেহ বলেন, ২০১৪ সালে ডিগ্রী পাশ করার পর সরকারি কোনো চাকরি না পেয়ে কিছুটা হতাশায় পড়ি। কৃষকের ছেলে হয়ে কি আর করবো নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পেশা হিসেবে কৃষি কাজকেই বেছে নিয়েছি। দুই বন্ধু মিলে কৃষি কাজে মনোযোগী হয়ে পরের জমি বর্গা নিয়ে লাউ চাষ শুরু করি। ৫০ শতক জমিতে বাঁশের মাচা, সুতা, বীজ, সার ও অন্যান্য খরচ বাবদ ৩০ হাজার টাকার মতো খরচ হয়। এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার লাউ বিক্রি করছি। এ ছাড়াও পরিবারের সবজির চাহিদা মিটানো ও অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছি। আগামীতে আরও বেশি জমি বর্গা নিয়ে লাউ চাষ করার ইচ্ছা আছে আমাদের।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন বলেন, দুই যুবকের উদ্যোগটিকে আমরা স্বাগত জানাই। শিক্ষিত যুবকরা এই পেশায় আসতে চায়না। কিন্ত নাচনাপাড়া গ্রামের দুই যুবক চাকরির পিছনে না ছুটে লাউ চাষ করে সফলতা অর্জণ করেছে। তারা যেন তাদের এই সফলতা ধরে রাখতে পারে সেজন্য আমাদের কৃষি অফিস থেকে তাদের সর্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে। 

এসএস

Link copied!