শেখ হাসিনা বাংলাদেশকে গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল : মোস্তাফিজুর

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১২:২১ পিএম
শেখ হাসিনা বাংলাদেশকে গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল : মোস্তাফিজুর

ছবি : প্রতিনিধি

জামালপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৬ বছর বাংলাদেশকে গণহত্যা ও গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল। 

এদেশের মানুষ তাঁদের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও স্বাধীনভাবে কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনসহ বিগত কোন নির্বাচনে দেশের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একতফা নির্বাচন ও স্বৈরাচার শেখ হাসিনার দোসরা ভোট ডাকাতির মধ্য দিয়ে বারবার মানুষের ভোটাধিকার হরণ করেছে। বাংলাদেশের মানুষ তাঁদের ভোটাধিকার ফেরত চায়। দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। অহেতুক কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবেন বলেও আশা করেন বিএনপির এই নেতা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশে আয়োজন করে।

তিনি আরও বলেন, নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত নিরীহ ছাত্র-জনতাকে নির্বাচারে গুলি করে হত্যা করা হয়েছে। ভোটডাকাত, মানবতাবিরোধী ও গণহত্যাকারী খুনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মির্জা আজমসহ ফ্যাসিস্ট সরকারের পলাতক সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। দেশের সাধারণ মানুষ এই গণখুনিদের কখনো ক্ষমা করবে না।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান বি.কম, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম রুনু, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান রতন। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসআই

Link copied!