কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার পর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন।
পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল বলেন, ‘ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশ আটককৃতদের ৫৪ ধারায় আদালতে হাজির করবে। তারপর এটি নিয়মিত মামলা হবে।’
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, ‘সরকারের কাছে আমার আহ্বান যেন ন্যায়বিচার পাই। যদি তারা অপরাধীদের শাস্তি না দেয়, তাহলে ভবিষ্যতে তাদের এর জবাব দিতে হবে।’ আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন।
আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ওই ঘটনার ভিডিও রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এসএস
আপনার মতামত লিখুন :