সিলেট: সিলেটে হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি শনিবার (২৮ ডিসেম্বর) নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার দ্বারীখেলের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও তার স্ত্রী সলিমা বেগম (২৮)।
র্যাব-৯ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ২ জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, তারা এখন থানায় রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
আইএ
আপনার মতামত লিখুন :