যশোর : যশোরের নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এঘটনায় রইসউদ্দিন নামে এক জনকে আটক করেছে পুলিশ।
নিহত পলাশের ছোট ভাই লেলিন জানান, গতকাল দুপুরের পর বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে পলাশকে অপহরণ করে দুবৃর্ত্তরা।
এরপর তার মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা চাওয়া হয়। অন্যথায় তাকে হত্যার করার হুমকি দেয় অপহরণকারীরা। পরিবার থেকে টাকা দিতে চাইলে অপরিচিত দুই যুবক এসে টাকা নিয়ে যায়।
এরপরও পলাশ ফিরে না আসায় পুলিশে জানান পরিবারের সদস্যরা। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে নওয়াপাড়া উপ-কর কমিশনারের কার্যালয় এলাকায় আসে।
এসময় পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছিলেন। সেখানে রইসউদ্দিন নামে এক জনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা।
এসময় তার স্বীকারোক্তিতে কর অফিসের পেছন গিয়ে পলাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানানো হয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানান, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। রইসউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের বাবা শ্রমিক নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :