ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক 

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:১৬ পিএম
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক 

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধার জিরাগুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা ও আটক গরু ৫টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে জিরাসহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় থেকে গরু সহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসআই

Link copied!