দিনাজপুর: দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় শাহাজাদা (৩২) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশ আটক আসামিকে হাকিমপুর থানায় সোপর্দ করে। থানা পুলিশ আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় রাজনৈতিক জ্বালাও পোড়াও মামলা থাকায় সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফ হোসেন জানান, আটক শাহাজাদা সৈয়দপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার মৃত মঞ্জুরুল আলম এর ছেলে। সে পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
তিনি আরও জানান, আজ দুপুর আড়াইটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য শাহাজাদা নামে একজন পাসপোর্ট যাত্রী তার পাসপোর্ট জমা দেয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা রয়েছে এবং এই পথ দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা জানান, রোববার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় শাহাজাদা নামে এক জন পাসপোর্ট যাত্রী কে আটক করে থানায় জমা দেয়। আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় জ্বালাও পোড়াও মামলা রয়েছে। পরে সৈয়দপুর থানা পুলিশের সাথে কথা বললে তারা এ থানায় চলে আসেন এবং আটক আসমিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস
আপনার মতামত লিখুন :