রূপগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে সন্ত্রাসীদের গুলি

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১০:৪৫ এএম
রূপগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে সন্ত্রাসীদের গুলি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকায় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ বাড়িতে এ গুলির ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।

মাসুম বিল্লাহ জানান, গত ৫ ই আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে   মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হই। তাই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করেন।

পরে আমরা জানতে পারি স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শাহিন ও তাঁর বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র নিয়ে এলাকাবাসীর উপরে হামলা প্রস্তুতি নিচ্ছে। পরে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে তাদের প্রতিহত করি এবং ঘঠনাস্থাল থেকে বিপুল পরিমান দেশি অস্ত্রসহ শাহিনের সহযোগী শুরু মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা গতকাল রাতে সাড়ে ১১ টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে গুলি করেছে বলে আমি প্রাথমিক ভাবে ধারণা করছি।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘঠনাস্থলে থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

এসআই

Link copied!