কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুরে একটি পরিবারের লোকজনকে বিএনপির নেতাকর্মী দিয়ে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই এলাকার আবদুর রহমানের ছেলে রেজাউর রহমান ও তার পরিবার।
মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ঘটনাস্থলে রেজাউর রহমানসহ তার পরিবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
বক্তব্যে রেজাউর রহমান বলেন, কৃষ্ণপুরের এ জায়গা আমাদের তিন ভাইয়ের নামে। আমি ও আমার পরিবার-পরিজন নিয়ে বাস করে যাচ্ছি। এ জমি দখলের জন্য আমার বোন তাসলিমা, নাজমা, শাহিনা দীর্ঘ দিন চেষ্টা চালায়।
মঙ্গলবার সকাল ১১টায় সে বিশ্বরোডের যুবদল কর্মী ইকবাল ও রুহুক আমিন মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী এনে আমাকে ও আমার পরিবারকে মারধর করে বাড়িঘরে হামলা চালায়। তারা কুপিয়ে ভাঙচুর করে ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা প্রাণনাশেরও হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে পরিবারের লোকজন বলেন, তাদের পকেটে পিস্তল রেখে, লাঠিসোটা দিয়ে মারধর করে হত্যার হুমকি দিয়ে জায়গা ছাড়ার নির্দেশ দেয়। এ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা চাই। পাশাপাশি বিএনপির ঊর্ধ্বতন নেতা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. করিম, আবদুল হাকিম, আতিকুর রহমান, শিউলী বেগম প্রমুখ।
এআর
আপনার মতামত লিখুন :