জামালপুরে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:১৪ পিএম
জামালপুরে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, পেট্রোবাংলার রূপকল্প-৩ প্রকল্পের আওতায় মাদারগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে ২০১৭ সালে তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরম্ন করা হয়। ১৬৭ কোটি টাকার ওই প্রকল্পে প্রায় ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং লিংক রোড নির্মাণ কাজ শেষে আজারবাইজানের গ্যাস কূপ খনন প্রতিষ্ঠান সকার (স্টেট ওয়েল কোম্পানী অব দ্যা আজারবাইজান রিপাবলিক) খনন কাজ না করে চলে যায়। এ অবস্থায় দীর্ঘ ৭বছর পর জামালপুর-১ নামে প্রকল্পের আওতায় দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে শুক্রবার দুপুরে এই প্রকল্পের খনন কাজ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে খরচ হবে ১৬৮ কোটি টাকা। প্রাথমিকভাবে এখানে ৪০০বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সে হিসেবে প্রতিদিন এখান থেকে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে যা জাতীয় গ্রীডে যোগ হবে। এখানে গ্যাস পাওয়া গেলে আশেপাশে আরো কূপ খনন করলে এখানকার জনসাধারণের জীবনমান উন্নত হতে পারে।

তিনি আরও বলেন, গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এ ছাড়াও পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধনে আগে পেট্রোবাংলা ও বাপেক্স-এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ও উপমহাব্যবস্থাপক মশিউর রহমান। এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ সার্কেলে এএসপি সাইদুর রহমানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাপেক্সের কর্মকর্তারা জানান, এক্সপ্রেশন বস্নক-৮ এর জামালপুর-মাদারগঞ্জ এলাকায় ১৯৮৪ সালে সংগৃহীত সাইসমিক উপাত্ত থেকে সর্বপ্রথম লিড/প্রসপেক্ট এর ধারনা পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪-১৫ মাঠ মৌসুমে উক্ত এলাকায় দ্বিমাত্রিক সাইসমিক জরিপ এবং ২০১৫-১৬ সালে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে সম্পন্ন করা হয়। জামালপুর-১ অনুসন্ধান কূপটির গভীরতা ২৮০০ মিটার (+২০০মি)। সংগৃহীত ২ডি সাইসমিক উপাত্ত, নিকটবর্তী খনককৃত হাজিপুর-১, বগুড়া-১ ও ২ কূপের খনন ও ভূতাত্বিক উপাত্ত অনুযায়ী জামালপুর-১ অনুসন্ধান কূপ থেকে বানিজ্যিক গ্যাস আবিষ্কৃত হলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে ২৮০বিসিএফ যার মূল্য ভোক্তা পর্যায় বিবেচনায় ১৬ হাজার ৬৫২ কোটি টাকা (বাপেক্সের মার্জিন বিবেচনায় ৩১৭১কোটি টাকা। কূপটি খনন করতে ১৬৭ কোটি ৪২লাখ টাকার প্রয়োজন হবে। ২০২৫ সালের এপ্রিল মাসের দিকে খনন কার্যক্রম সম্পন্ন হবে। এ কূপ থেকে দৈনিক ১০এমএমএসসিএফ গ্যাস উত্তোলিত হবে বলে আশা করা যায়। গ্যাস পাওয়া গেলে আনুমানিক ২৫-৩০ বছর গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এ কূপে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হলে শেরপুর ও ঘাটাইল আরো ৩টি কূপ খনন করার পরিকল্পনা রয়েছে।

এসআই
 

Link copied!