মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৭:১২ পিএম
মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ

ছবি : প্রতিনিধি

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় তুহিন-মৌসুমী ফিলিং স্টেশনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন। এ সময় পৌর যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম রুনু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব সাব্বির আহমেদ, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, পৌর ছাত্রদলের সদস্য মো. হাবিব, বিপ্লব মিয়া, ছাত্রনেতা রিয়াদ, সম্রাট, লিখন, বায়েজীদসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই
 

Link copied!