ফাইল ছবি
গাজীপুর: মুসলিম বিশ্বের বৃহৎ ধর্মপ্রাণ মুসলমানদের জমায়েত ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, গত ১৮ ডিসেম্বর ভোরে সাদপন্থিদের পাঁচ দিনের জোড়কে কেন্দ্র করে জুবায়ের পন্থীদের সঙ্গে সংঘর্ষে তাবলীগ জামাতের সাথী মারা যায়। এরপর থেকেই জনমনে ইজতেমার নিরাপত্তা ও ইজতেমার আয়োজন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। পরে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নেয়। এর পরে সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ইজতেমার আয়োজকেরা সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে স্ব সমন্বয় করে এবারের ইজতেমার সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে। তিনি বলেন, আমরা আশাবাদী প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও সফল ভাবে ইজতেমা সম্পূর্ণ হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার আরও বলেন, ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়ে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। এ বছর সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।
প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমে আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সেহেতু ইজতেমা ময়দানের সর্বশেষ প্রস্তুতি দেখতে আসছেন তিনি। ইতিমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজতেমা আগত মুসল্লিদের পানি, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ও ইলেকট্রিসিটি সরবরাহের জন্য কাজ চলমান রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ইজতেমার জন্য ময়দান প্রস্তুত করা হবে।
এ দিকে ইজতেমার আয়োজন কমিটির সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম পর্ব শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।
পরে ইজতেমার দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।
আগামী ৩১ জানুয়ারি ৫৮তম বিশ্ব ইজতেমা আয়োজন উপলক্ষে ইজতেমা ময়দানের চারিদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইজতেমা ময়দানের সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন। শেষ মুহূর্তের কিছু কাজ বৃহস্পতিবারের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানান ইজতেমা কর্তৃপক্ষ।
এসআই
আপনার মতামত লিখুন :