বরগুনা: বরগুনার আমতলীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা হয়েছে। এই ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী নতুন বাজার বাধঘাট এলাকায় এই ঘটনা ঘটে। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সড়কে গাড়ি ভাংচুর সহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
জানা গেছে, ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলকারী ইউনিক পরিবহনের কাউন্টার দখল নিয়ে ঘটনার সূত্রপাত হয়। আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামসুল হকের নামে আমতলী ইউনিক পরিবহন কাউন্টারটি পুনরায় দখল নেয়ার জন্য বিএনপির একাংশ নেতা কর্মীরা গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে বাধঘাট এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে এতে ১০ জন আহত হয়।
হামলায় আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকির গুরতর আহত হয়। এছাড়া জালাল ফকির সমর্থিত মিজান, আল আমিন এবং আলী আহত হয়েছে। অপরদিকে তুহিন মৃধা গ্রুপের শামসুল হক চৌকিদার, বেলাল চৌকিদার, নাসির হাওলাদার, রেজাউল ও আল-আমীন আহত হয়। আহতদেরকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী সার্কেল) বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় এপর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।
এসএস
আপনার মতামত লিখুন :