গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১১:১৮ এএম
গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে মেহজাবন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

মেহজাবিনের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে টামটা গ্রামে। শিশুটি নানাবাড়িতে বেড়াতে এলে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ডিম খাওয়ার সময় শিশু মেহজাবিনের গলায় আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

Link copied!