ছবি : প্রতিনিধি
কুমিল্লা: সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিলে করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা পূবালী চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় মেয়ে শিক্ষার্থীরা ধর্ষণ-ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত পেস্টুন নিয়ে অংশ নেয়।
মিছিলে শিক্ষার্থী 'একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর',‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু চাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল।
মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রশাসনের নিকট।
কুমিল্লা ইবনে তাইমা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাঈমা রহমান বলেন, সম্প্রীতি দেশের অধিকাংশ জায়গায় নারীরা ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু ধর্ষককে গ্রেফতারে প্রশাসনের কোনো তৎপরতা এখন পর্যন্ত নেই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
আব্দুল মতিন খসরু কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীর ফাহিমা আক্তার বলেন, আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে। যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ থাকবে।
রূপসী বাংলা কলেজের শিক্ষার্থী নাদিয়া তাসনিন বলেন,২৪ এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও, অভ্যুত্থান পরবর্তী তারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
তিনি আরও বলেন, আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশে প্রতিনিয়তই ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ঘটছে। অবশ্য আমি এখন এটাকে আর শান্তিপূর্ণ বাংলাদেশ বলবো না কারণ এখানে এখন প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয় তাদের ফাঁসি চাই। তাদেরকে সরাসরি মৃত্যু দন্ড দেওয়া হোক। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ। কিন্তু আমাদের সরকার সেই জনগণের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছেন না। আর জনগণের নিরাপত্তা না থাকলে আমরা ঘর থেকে বের হব কিভাবে। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে আমাদেরকে বলা হয়েছিল দেশে আর কোন চাঁদাবাজি রাহাজানি হবে না। কিন্তু এখন প্রতিনিয়তই সেটা হচ্ছে। আমরা প্রশাসনের নিকট এসবের বিচার চাই।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই - ইত্যাদি স্লোগান তোলে। এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন এবং সরকারের কাছে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর বাস্তবায়নের দাবি জানান।
এসআই
আপনার মতামত লিখুন :