পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ নেতার নির্দেশে জমি দখল করতে গিয়ে মন্দির ও ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান শিকদার মনিসহ ৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী-বলিবাবলা রাস্তার পুর্ব পাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে জেলার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সাথে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে ওই আওয়ামীলীগ নেতার নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উদয়তারা গ্রামের আজিজুল শেখ ও জেলার সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের জালিজ শেখসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা ঘর ও একটি মন্দির ভাংচুর করে। এসময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপর পাশে থাকা অন্য একটি সার্বজনিন মন্দিরও ভাংচুর করে।
স্থানীয়রা জানান, ওই জমির মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ ক্রয় করেন। সম্প্রতি আওয়ামীলীগ নেতা মনি শিকদারও সেই জমি ক্রয় করেছেন বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। ওই দিন তা দখল করতে সেখানে থাকা ঘর ও পাশের মন্দির ভাংচুর করে প্রতিপক্ষ।
অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শরিফুজ্জামান মনি ওই জমিটি ক্রয় সূত্রে তার দাবী করে বলেন, সেখানে থাকা ঘর ভাংচুর করা হয়েছে, তবে মন্দির ভাংচুরের অভিযোগ মিথ্যা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, জমির দখল নিয়ে বিরোধের জেরে মন্দির ভাংচুরের অভিযোগে মমালা দায়ের হয়েছে।
উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা শরিফুজ্জামান মনি শিকদারের বিরুদ্ধে গত আওয়ামীলীগ সরকারের সময়ে সহ বিভিন্ন সময় নারী ধর্ষণ, হত্যা, লুন্ঠনসহ অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।
আইএ
আপনার মতামত লিখুন :