ফরিদপুর: আলফাডাঙ্গায় ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে (২৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বহিষ্কারাদেশের এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার অধীনস্থ আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ৬ মার্চ দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার এক তরুণীকে সালিশের টাকা দেওয়ার কথা বলে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন তার বাড়িতে ডেকে নিয়ে শয়নকক্ষে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা চালান। পরে ওই তরুণীর আত্ম চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ৭ মার্চ রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মিলনসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এই মামলায় গত ১৭ মার্চ গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আব্দুল্লাহ আল মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এআর
আপনার মতামত লিখুন :