সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, কারণ জানতে তদন্ত কমিটি

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১১:৫৩ এএম
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, কারণ জানতে তদন্ত কমিটি

বাগেরহাট : সুন্দরবনে লাগা আগুন থেমে থেমে জ্বলছে। কোথাও ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে, আবার কোথাও আগুনের শিখা জ্বলছে। তবে বনবিভাগ জানিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের বিস্তৃতি রোধে ফায়ার লাইন কেটে বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে তারা। তবে আগুনের বিস্তৃতি বনের কতটা এলাকায় ছড়িয়েছে এবং কীভাবে আগুন লাগল, তা নিশ্চিত করে বলতে পারেনি বনবিভাগ।

এদিকে, আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে আগুন লাগার কারণ অনুসন্ধান ও বনভূমির ক্ষয়ক্ষতি নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-সহকারি পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার দেশ রূপান্তরকে বলেন, ‘বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জ নিয়ে মোট পাঁচটি ইউনিট সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর তীরে অবস্থান করছে। বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে পানি ছিটানোর কাজ করছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা পাইপ লাইন বসিয়ে আগুনের স্থলে নেওয়ার কাজ শুরু করেছি। সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে মরা ভোলা নদীর দূরত্ব অন্তত তিন কিলোমিটার। এতো দূরত্বে পানি নিয়ে তা দিয়ে আগুন নেভাতে দারুন বেগ পেতে হচ্ছে।’

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, ‘শনিবার দুপুর একটা নাগাদ বনকর্মীরা চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুনের ধোঁয়ার কুন্ডলি দেখার পর বনকর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের বড় কোন শিখা নেই, আছে শুধু ধোঁয়া। আমাদের নিজস্ব সেচ পাম্প দিয়ে আগুন নেভাচ্ছি। শনিবার গভীর রাত পর্যন্ত আমরা আগুন নেভানোর কাজ করি। যেখানেই ধোঁয়ার কুন্ডুলি দেখতে পাচ্ছি সেখানে পানি ছিটানো হচ্ছে। এখন আগুনের যে ধরণ দেখছি তাতে ভয়ের কিছু দেখছি না, আগুন অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুনের ধোঁয়ার কুণ্ডলি দেখতে পায় বনবিভাগ। এরপর থেকেই আগুন নিয়ন্ত্রণে চলছে তৎপরতা।

এর আগে, গত বছর ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। তাতে বনের পাঁচ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

এমটিআই

Link copied!