টানা ৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৩:৩০ পিএম
টানা ৯ দিন ছুটির কবলে দর্শনা রেলবন্দর

চুয়াডাঙ্গা: দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে টানা ৯ দিন ছুটির কবলে। ২৭ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে মালামাল আমদানি হবেনা। ফলে টানা ৯ দিনের লম্বা ছুটিতে বন্ধ থাকবে দর্শনা বন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা বন্দর রেলস্টেশন কতৃপক্ষ।

দর্শনা রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মিও উৎসব ঈদুল ফেতর পালন উপলক্ষে দেশে প্রায় সপ্তাহ খানেক সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। 

যার ফলে বাণিজ্যিক ব্যাংক গুলো বন্ধ থাকায়, আমদানি কারকরা টাকা জমা দিয়ে আমদানি রপ্তানি করতে পারবেনা। এ জন্য বাংলাদেশ রেল ভবন কতৃপক্ষের নির্দেশে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ভারত থেকে আমদানি করা কোন মালামাল প্রবেশ না করায় ৯ দিন ছুটি থাকবে।

দর্শনা রেলবন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, এ বিষয়ে বন্দর সংশ্লিস্ট সকল কর্মকর্তা কর্মচারি ও বন্দর শ্রমিকরা ৯ দিন ছুটি কাটাতে পাবরে।

তবে দর্শনা ইমিগ্রেশন ওসি মো. রমজান আলি ও কাস্টমস কতৃপক্ষ জানান, স্থলপথে দর্শনা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ- ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে সরকারি ছুটি কার্যকর গ্রহণযোগ্য হবেনা।

এআর

Link copied!