গাইবান্ধায় ঈদকে সামনে রেখে ব্যস্ত দর্জিরা

  • গাইবান্ধা জেলা প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:২৪ পিএম
গাইবান্ধায় ঈদকে সামনে রেখে ব্যস্ত দর্জিরা

ফাইল ছবি:

গাইবান্ধা: সেলাই মেশিন আর কাঁচির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে সারাক্ষণ।শব্দই বলে দেয় কারিগররা ঈদের পোশাক বানাতে কতটা ব্যস্ত।গাইবান্ধায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দর্জির দোকান গুলোতে পুরোদমে চলছে পোষাক তৈরির কাজ। সেই সাথে দর্জিপট্টিতে রয়েছে নতুন পোষাক তৈরির হিড়িক।

মেঝেতে কাপড়ের স্তূপ। ডান-বায়ের দেয়ালেও ঝুলছে নানা রঙ ও নকশার বানানো পোশাক।সেলাই মেশিনের একটানা খটখট আওয়াজ চলছে। এর মধ্যেই নেওয়া হচ্ছে নতুন পোশাকের অর্ডার। একই সঙ্গে চলছে মাপ অনুয়ায়ী কাপড় কাটার কাজও। 

জেলার দর্জির দোকানগুলোতে ঘুরে দেখা যায়, দর্জি কারিগরদের ব্যস্ততা। কিছু দর্জি বলছেন, আমরা পোষাক তৈরির অর্ডার আর নিচ্ছি না। 

জানা যায়, চাঁদ রাতের আগেই ক্রেতাদের পছন্দের এসব পোশাক ডেলিভারির স্লিপ ধরে ধরে বুঝিয়ে দিতে হবে। তবেই স্বস্তি তাদের। নাহলে মালিকের বকুনি আর ক্রেতার ধমকানিতে মাটি হয়ে যাবে তাদের ঈদ। তাই এখন থেকেই রাত-দিন একাকার করে কাজ করে যাচ্ছেন তারা।

তিন চার দিন পরেই ঈদুল ফিতর। হাতে আর তেমন সময় নেই। যারা তৈরি পোশাক পরতে পছন্দ করেন বা নিজের পছন্দমতো মাপে ও ডিজাইনে পড়তে অভ্যস্ত, তারা এখন ভিড় করছেন দর্জির দোকানগুলোতে। 

সাধারণ সময়ের থেকে ঈদকে সামনে রেখে রমজানে অনেক বেশি পরিমাণ কাজ করতে হয় দর্জি কারিগরদের। রোজার প্রথম থেকেই কাস্টমারের কাছ থেকে প্রচুর পরিমান অর্ডার নিয়ে থাকে, এই অর্ডার গুলো সম্পূর্ণ করতে দিন-রাত কাজ করতে হচ্ছে তাদের।কারিগররা দেশী শার্ট, প্যান্ট, পাঞ্জাবী ও স্যুট তৈরি করি করে থাকে।

আইএ

Link copied!