ফাইল ছবি
পাবনা: পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছলিমপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন হান্নান। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক হান্নানের মোটরসাইলেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হান্নান মালিথা ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি এ সময় দ্রুতবেগে পালিয়ে যায়।
ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসআই
আপনার মতামত লিখুন :