কুড়িগ্রামে ৯৪ বোতল ভারতীয় মাদক স্কাপসহ মাদককারবারি আটক

  • কুড়িগ্রাম  প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৫:০২ পিএম
কুড়িগ্রামে ৯৪ বোতল ভারতীয় মাদক স্কাপসহ মাদককারবারি আটক

কুড়িগ্রাম: ফুলবাড়িতে ৯৪ বোতল  ভারতীয় মাদক স্কাফ সহ রিয়াজুল হক বাঁধন (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টায় উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে  ওই মাদককাবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তারপর ভাই মাদক কারবারি  বিদ্যুৎ মিয়া পালিয়ে যান। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  শরিফুল ইসলাম জানান, আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এআর

Link copied!