নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই 

  • নীলফামারী প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৫:০৭ পিএম
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই 

নীলফামারী: সদর উপজেলা খোকাবাড়ি ইউনিয়নের মোনাগঞ্জ বাজারের অগ্নিকান্ডে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দুইটার দিকে। 

নীলফামারী ও খানসামা ফায়ার সার্ভিস এর ৪টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে ব্যবসায়ীদের দাবি। 

ওই বাজারে ব্যবসায়ী আব্দুল আজিজ জানান রাত দুইটার দিকে বাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নীলফামারী ফায়ার সার্ভিসে খবর দেন। 

ফায়ার সার্ভিস আসার আগেই বাজারের ওষুধ, গালামাল, কাপড়, কসমেটিকস, কম্পিউটার, চালের আড়ত সহ ছোট বড় ১৮টি দোকানের মালামাল পুড়ে যায়। 

গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা দোকানের কোনো মালামাল বের করতে পারিনি। তবে কার দোকান থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়ে চারিদিকে ছড়িয়েছে কেউ বলতে পারছে না।

নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার নিয়ার উদ্দিন জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এআর

Link copied!