লক্ষ্মীপুর: তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক এসএসসি পরীক্ষার্থীর মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে এ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, কলেজ ছাত্রদল নেতা মতিউর আরিফ ও রবিউল আওয়াল চৌধুরী প্রমুখ।
কয়েকজন এসএসসি পরীক্ষার্থীরা বলেন, বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলতে পারলাম। টানা ৩ ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে। অতিরিক্ত গরমের কারণে গলা শুকিয়ে গেছে। ছাত্রদলের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে।
ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি বলেন, লক্ষ্মীপুরে প্রচণ্ড গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহ থেকে তাদের কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া অভিভাবকদের পানি-স্যালাইন দেওয়া হয়।
এআর
আপনার মতামত লিখুন :